পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ছাত্রদল।
সংগঠনের সহসভাপতি নাজমুল হাসানের পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান রবিবার রাতে বলেন, ‘অবৈধ সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এখন সম্পূর্ণরূপে পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ সুযোগে পুলিশও নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং জনগণের কাছে এখন মূর্তমান আতঙ্কের রূপ ধারণ করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ দেশের ছাত্র সমাজেকে বিস্মিত করেছে।’
নেতৃদ্বয় বলেন, ‘আওয়ামী দলদাস পুলিশ অনেক আগে থেকেই ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের খুন, গুম ও গ্রেফতার বাণিজ্যে লিপ্ত ছিল। ছাত্রদল অনেক আগে থেকেই পুলিশের এহেন অপেশাদারী ও জঘন্য আচরণের নিন্দা করে আসছিল। কিন্তু আজ ছাত্র ইউনিয়নের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বিনা উসকানিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও তাদের অনেককেই গ্রেফতার করায় এটিই প্রমাণিত হয় যে, পুলিশ এখন একটি অত্যাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিরোধীমত দমনে পুলিশের এমন আচরণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।