হাওর বার্তাঃ পাকিস্তানের আলোচিত মডেল ও প্রথম সোশ্যাল মিডিয়া তারকা কেন্দেল বেলুচ হত্যাকাণ্ডের রায়ে তার ভাই ওয়াসিম’কে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এক রায়ে তাকে অভিযুক্ত করে এই সাজা প্রদান করা হয়। ২০১৬ সালে ‘পাকিস্তানের কিম কার্ডাশিয়ান’ খ্যাত এই মডেলকে পরিবারের সম্মান রক্ষায় তার ভাই নিজ হাতে খুন করে।
এ ঘটনার তিনবছর পর বিশ্বজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের রায় দেয়া হলো। রায়ে ওয়াসিম ছাড়াও আরো ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে যাদের মধ্যে দেশটির বিখ্যাত ইসলামী গবেষক মুফতি আব্দুল কাভিও রয়েছেন। এছাড়া অভিযুক্তদের মধ্যে অন্যতম কেন্দেলের আরেক ভাই আরিফ পলাতক আছেন।
কেন্দেলের পরিবার দাবি করেছে যে এই হত্যাকাণ্ডের মূল নাটের গুরু মুফতি আব্দুল কাভি। কারণ হত্যাকাণ্ডের কিছুদিন আগে তিনি কেন্দেলের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সেলফি তুলেছিলেন, যা নিয়ে পরবর্তীতে তাকে ব্যাপক সমলোচনার মুখে পড়তে হয়েছিলো।
কেন্দেলের ভাই দণ্ডপ্রাপ্ত ওয়াসিমের আইনজীবি সরদার মেহমুদ বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে তাদের। তারা এ রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।