হাওর বার্তাঃ র্পাকিস্তানের পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি’র নির্বাচন বাতিল ঘোষণা করেছে বেলুচিস্তান হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। শুধু তা-ই নয়। তার সংসদীয় আসন ২৬৫ তে নতুন করে নির্বাচন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ শুক্রবার এ নির্দেশ দেয়া হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, কাশিম খান সুরির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বেলুচিস্তান ন্যাশনালিস্ট পার্টির নেতা নওয়াবজাদা লক্করে রাইসানি। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ওই আসনে। এ নিয়ে শুনানি হয় ট্রাইব্যুনালে বিচারপতি আবদুল্লাহ বেলুচের বেঞ্চে। শুনানি শেষ হয়েছে এ মাসের শুরুর দিকে। রায়ও নির্ধারণ করা হয়েছিল তখন। তবে তা ঘোষণা করা হয়নি। বিলম্বে আজ শুক্রবার সেই রায় প্রকাশ করেছে আদালত। উল্লেখ্য, জাতীয় পরিষদের ২৬৫ নম্বর আসন থেকে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে অন্যতম রাইসানি। তিনি কাশিম খান সুরি কাছে পরাজিত হন। পরে কাশিম খান সুরি জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হন।
সংবাদ শিরোনাম
পাকিস্তানে ডেপুটি স্পিকারের নির্বাচন বাতিল, পুনঃনির্বাচনের নির্দেশ
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
- ২০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ