ভুলে ভরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি। সোয়া তিনশ’ শব্দের এক পৃষ্ঠার সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল রয়েছে অন্তত অর্ধশত শব্দ।
‘নগর স্বাস্থ্য বিষয়ক ১২তম আর্ন্তজাতিক সন্মেলন’। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামেই ‘আন্তর্জাতিক’ ও ‘সম্মেলন’ বানান ভুল। ৩১৩ শব্দের সংবাদ বিজ্ঞপ্তিতে অসংখ্য বানান ভুল ছাড়াও রয়েছে নানা অসঙ্গতি। এ নিয়ে প্রশ্ন ওঠায় কর্তৃপক্ষ বলছে, তাড়াহুড়োর কারণে এমনটি হয়েছে।
অথচ ‘সরকারি কাজে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ’ শীর্ষক সরকারি একটি পরিপত্রে ভাষা ব্যবহারের ক্ষেত্রে বানানের শুদ্ধতা সম্পর্কে যত্নবান হওয়ার নির্দেশনা রয়েছে। ২০১২ সালের ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে।
আগামী ২৪ থেকে ২৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্থানীয় সরকার বিভাগে সংবাদ সম্মেলনে বিতরণ করা এ সংবাদ বিজ্ঞপ্তিতে অসংখ্য ভুল নজরে আসে সাংবাদিকদের।
ভুল বানানোর মধ্যে রয়েছে- ‘অংশগ্রহন’, ‘সমুহ’, ‘জনগোষ্টীর’, ‘উৎযাপিত’, ‘কর্মসুচি’, ‘জাতিয়’, ‘ব্যাঙ্ক’, ‘ঘোষনা’, ‘দুরিকরণ’, ‘গবেষনা’, ‘শেসন’ ইত্যাদি।
অসংখ্য ভুল বানানের বিজ্ঞপ্তিটি নিজেই পড়ে শোনান স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক।
বানান ভুল সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মালেক বলেন, এটি তৈরির পর আর দেখা হয়নি।
তবে, এটা দৈন্যদশা কি না- জানতে চাইলে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন সচিব।
সচিবের বক্তব্যের মধ্যেই মন্ত্রণালয়ের দু’একজন বলেন, তাড়াহুড়োর কারণে এটা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এই সম্মেলনে ৬০টি দেশের গবেষকসহ চারশ’র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করার কথা রয়েছে।
২৪ মে সকালে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। চার দিনব্যাপী এ সম্মেলনে আটটি সেশন অনুষ্ঠিত হবে। এতে মৌখিকভাবে ১৮০টি প্রবন্ধ উপস্থাপন ছাড়াও ১২০টি পোস্টার প্রদর্শন করা হবে।