হাওর বার্তা ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বরিষ্ঠ রাজনীতিবিদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। কেন্দ্রীয় সরকার তাকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন। খবর ইন্ডিয়া টুডের।
ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এদিকে, তার ছেলে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্র সরকার ৩৭০ ধারা বিলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার আগে তাদের গৃহবন্দী করা হয়েছিল।
এদিকে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছেন যে, ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার করার যে অভিযোগ উঠেছে তা ঠিক নয়। শাহ বলেছেন, “ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তিনি নিজের ইচ্ছায় নিজের বাড়িতে রয়েছেন।”