হাওর বার্তা ডেস্কঃ মানবাধিকার আইনজীবী এ্যাডভোকেট সালমা আলী বলেছেন, বাংলাদেশে ভিআইপি ও ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা যেভাবে চলাফেরা করে এতে মনে হয়না আমরা একটি গনতান্ত্রিক দেশে বাস করি। মনে হয়, তারা যেন রাজা। এটা যেন রাজা-রানীর দেশ।
পৃথিবীর অনেক দেশেই প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে চলাচল করলে টেরই পাওয়া যায় না। অথচ আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে রাখা হয়। ভিআইপি নামধারীরা যখন চলাচল করে তখন মানুষকে মানুষ হিসেবে দেখা হয়না। অথচ জনগণের টাকায় তাদের বেতন হয়। সরকারি কর্মকর্তারা হচ্ছে জনগনের সেবক।
জনগনের সুবিধা-অসুবিধা দেখাই তাদের কাজ। কিন্তু সরকারি কর্মকর্তাদের দাম্ভিকতায় জনগণের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। একজন আমলার গাড়ীর অপেক্ষায় ফেরি না ছাড়ার কারণে এক কিশোরের প্রাণ গেল। এ অবহেলার দায়ভার কার? এ জন্য নৌ পরিবহণ মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে।
স্থানীয় জেলা প্রশাসনকে জবাবদিহি করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের অবহেলার জন্য এ ঘটনা ঘটেছে তাদের বিচার করতে হবে।