আরো ৫ লাখ টাকা পেলেন পা হারানো রাসেল

হাওর বার্তা ডেস্কঃ বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে আরো ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত রাসেল সরকারের হাতে এ চেক তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী।

এসময় আদালতে রাসেলের পক্ষে ছিলেন আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন ও আইনজীবী সরদার জাকির হোসেন। গ্রিন লাইনের পক্ষে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাসার।

এর আগে গত ১০ এপ্রিল রাসেল সরকারের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের ২৮শে এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়াল সড়কে গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। রাসেলের পা হারানোর পর গত বছরের ১৪ই মে ক্ষতিপূরণ চেয়ে তার পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। আদালত তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য গ্রীণ লাইন পরিবকহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর