হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বিল জালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের দুই ছেলের বউ একই রাতে স্বামীদের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বিশ্বাস পাংশা থানায় লিখিত অভিযোগ করেছেন।
কামরুল বিশ্বাস উপজেলার কুলটিয়া এলাকায় তিন বছর আগে বিয়ে করেন। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে ভালোবেসে নাজমুল পাশের বৃত্তিডাঙ্গা গ্রামে বিয়ে করেন। নাজমুল বেশ কয়েক বছর বিদেশ থেকে চার মাস আগে দেশে ফিরেন। আব্দুর রাজ্জাক বিশ্বাসের দুই ছেলের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৫ জুলাই রাতে খাওয়া-দাওয়ার পর পৃথক ঘরে স্ত্রীদের নিয়ে শুয়েছিল।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাজমুল ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখেন পাশে তার স্ত্রী নেই। পরে সে তার বড় ভাই কামরুল বিশ্বাসের ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। ভাইয়ের ঘরে নেই তার ভাবি ও একমাত্র ভাতিজা ইয়াছিন (১৯ মাস)।
এ ঘটনার পর রাতেই বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কি কারণে তারা বাড়ি থেকে চলে গেছে এর কোনো সঠিক জবাব মেলেনি।
এদিকে মাত্র কয়েকদিন আগে আশা এনজিও থেকে কিস্তিতে নেয়া ৮০ হাজার টাকা ও ফার্মের মুরগি বিক্রির ২ লক্ষ ২০ হাজার নগদ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আপন দুই ভাইয়ের বউ বাড়ি থেকে এক সঙ্গে উধাও হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নাজমুল বিশ্বাস জানান, মাঝে মধ্যে আমার স্ত্রী স্বপ্নার মোবাইল খোলা পাওয়া যাচ্ছে। তবে দীর্ঘ সময় ব্যস্ত থাকছে, আবার বন্ধ পাওয়া যাচ্ছে। এটা আমাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। অপরদিকে আমার শ্বশুরবাড়ির (স্বপ্না) পরিবার থেকে নানাভাবে আমাদেরকে হুমকি দেয়া হচ্ছে যে কোনো মূল্যে তাদের বের করে আনার জন্য।