হাওর বার্তা ডেস্কঃ অবশেষে ডেঙ্গু জ্বরের ভয়াবতা উপলব্ধি করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। দিনদিন ডেঙ্গুর পরিস্থিতি ভয়ংকর রূপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার ওপরও জোর দিয়েছেন তিনি।
আজ রোববার শেরে বাংলানগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।
মেয়র বলেন, আমরা আপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগী বৃদ্বির খবর প্রকাশের পাশাপাশি সুস্থ হয়ে ফিরে যাওয়াদের খবর প্রকাশের জন্য মেয়র গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
সেইসঙ্গে সোমবার (২৯ জুলাই) থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে এরোসল স্প্রে বিতরণ করা শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৫ জুলাই মেয়র সাঈদ খোকন বলেছিলেন, ডেঙ্গু রোগ নিয়ে ‘ছেলে ধরা’র মত গুজব ছড়ানো হচ্ছে।