ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গির মূল উৎপাটন নির্মূল করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গির মূল উৎপাটন কিংবা নির্মূল সম্ভব হয়নি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়। আগের জঙ্গিরাই নতুন নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

রবিবার (২৮ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে নিজ কক্ষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই। তবে যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে আমরা তৎপর। সকাল সাড়ে ৬টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এসময় ৩২ নম্বরকে ঘিরে র‍্যাব ও পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। লেকে থাকবে নৌ পুলিশ। এরপর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় যাবেন বনানীতে। সেখানে ১৫ আগস্টের শহীদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বনানী থেকে ফিরে একই দিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি গোপালগঞ্জ যাবেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা শ্রদ্ধা জানাবেন। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘শোক দিবস উপলক্ষে সারাদেশে মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। তবারক বিতরণে বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে আমাদের নজর থাকবে।’

এছাড়া দিবসটি উপলক্ষে পতাকা আইন বাস্তবায়নের দিকে নজর থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জঙ্গির মূল উৎপাটন নির্মূল করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ দেশে জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গির মূল উৎপাটন কিংবা নির্মূল সম্ভব হয়নি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়। আগের জঙ্গিরাই নতুন নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

রবিবার (২৮ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে নিজ কক্ষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই। তবে যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে আমরা তৎপর। সকাল সাড়ে ৬টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এসময় ৩২ নম্বরকে ঘিরে র‍্যাব ও পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। লেকে থাকবে নৌ পুলিশ। এরপর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় যাবেন বনানীতে। সেখানে ১৫ আগস্টের শহীদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বনানী থেকে ফিরে একই দিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি গোপালগঞ্জ যাবেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা শ্রদ্ধা জানাবেন। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘শোক দিবস উপলক্ষে সারাদেশে মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। তবারক বিতরণে বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে আমাদের নজর থাকবে।’

এছাড়া দিবসটি উপলক্ষে পতাকা আইন বাস্তবায়নের দিকে নজর থাকবে বলেও জানান তিনি।