হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) কোনো ধরনের গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তিনি জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলা পুলিশের এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, স্যোশাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে তা শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং যাচাই-বাছাই না করে গুজব শেয়ার দিলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গুজব ছড়িয়ে এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ। গণপিটুনির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিন এবং গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।
এ সময় তিনি কয়েকদিন সারা দেশে বিদ্যুৎ থাকবে না বলে গুজব রটানো বিষয়ে মিডিয়াসহ সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।