ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহায়তায় চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে আগামী বছর থেকে চালু হচ্ছে বাংলা বিভাগ।
বুধবার (২০ মে) বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির উপ-পরিচালক অধ্যাপক ড. মা লিন ঢাবি উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান।
অধ্যাপক ড. মা লিন’র নেতৃত্বে দুই সদস্যের একটি দল ঢাবি উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ইয়াং ওয়েই মিং।
তারা বাংলা বিভাগ চালুর ব্যাপারে ঢাবি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। উপাচার্য চীনের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর ক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত পোষণ করেন।
চীনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বাংলা বিভাগ চালুর মাধ্যমে দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।