হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব সম্মুখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই র্যালিটি নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নেত্রী চিত্রনায়িকা অরুনা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন জোটের নেত্রী কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, চিত্রনায়িকা শাহনুর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি রবীন্দ্র গোপ, বৃষ্টি রাণী সরকার, মো. আহসান সিদ্দিক, উদয় শংকর বশাক, দিলীপ সরকার, সুজন মৃধা, হাবিবুল্লাহ রিপন, রোকনউদ্দিন পাঠান প্রমুখ।