নভেম্বরের প্রথম দিন থেকে ঢাকা ও চট্টগ্রামে বর্ধিত ভাড়ায় চলবে সিএনজি চালিত অটোরিকশা। তবে নভেম্বরের প্রথম দিন থেকে রাজধানীতে অটোরিকশা চলবে মিটারে। আর চট্টগ্রামে ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ গ্রুপের তৈরি এয়ার কন্ডিশন (এসি) বাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইফাত গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আমরা গণপরিবহনে কিছু ভালোমানের বাস সংযুক্ত করতে চাই। আমি যখন ভিজিটে বের হই তখন দেখি কি পরিমাণ ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচল করছে।
মন্ত্রী বলেন, আমাদের এতো অর্জন, বিদেশে আমাদের উন্নতি নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে, খেলাধুলায় আমরা কতো এগিয়েছি, অথচ আমরা ঢাকা প্রশ্নের উত্তর দিতে পারি না। আমার লজ্জা পায় ঢাকার রাস্তা দেখে।
মন্ত্রী পরিসংখ্যান উল্লেখ করে বলেন, বিশ্বের বাস অযোগ্য অপরিকল্পিত শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৪০টি দেশের মধ্যে ১৩৯। এটা আমাদের জাতি হিসেবে লজ্জা দেয়। মাহাথির মোহাম্মদ যদি মালয়েশিয়াকে এতো দূর এগিয়ে নিয়ে যেতে পারেন তবে আমরা কেন পারবো না।
মন্ত্রী বলেন, রাজধানীতে মোট ৫টি মেট্রোরেল হবে। আরএসটিপি’তে বিষয়টি উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আজও কথা হয়েছে। একটি হবে আন্ডার রেললাইন, উপরেও রেললাইন হবে।
দুই সিটি মেয়রকে আবারো অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, ঢাকার রাস্তা অবৈধ দখল থেকে মুক্ত করেন, আমাকে প্রয়োজনে লিখিত অভিযোগ দেন, ব্যবস্থা নিবো।
মন্ত্রী বলেন, আগামীতে জাতীয় নির্বাচন আসবে। নির্বাচন আসার আগেই যা করার করতে হবে। বিড়াল আমাদের প্রথম রাতেই মারতে হবে। নির্বাচন চলে আসলে আমরা আর কাজ করতে পারবো না। সময় থাকতে আমি রেস্টে যেতে চাই না। এক মিনিট সময়ও যদি পাই জনগণের জন্য কাজ করে যাবো।
মন্ত্রী বলেন, ঢাকায় এখনো অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আপনারা মালিক সমিতির লোকজনই ভাড়া নির্ধারণে পরামর্শ দিয়েছেন। এখন নিজেরাই তা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এটা কোনো ভাবেই মানা যায় না। যারাই ভাড়া আদায়ে জড়িত থাকবেন, মালিক হন আর যাই হোন শাস্তি পেতে হবে।
মন্ত্রী দাবি করে বলেন, আামার মন্ত্রণালয়ে চুরি চামারি যে নেই তা বলবো না। কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। এখন চোরেরা ভয় পায়। আমি ৯০ শতাংশ কন্ট্রল করেছি। আশা করছি আর থাকবে না।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লেল্যান্ডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বালাচন্দ্রান ভেনকাট সুব্রামানিয়াম। এছাড়া ইফাত গ্রুপের ঊর্ধ্বোতন কর্মকর্তা, ব্যাংকার, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ, ডিলাররা উপস্থিত ছিলেন।