হাওর বার্তা ডেস্কঃ বৃষ্টিতে কাকভেজা হয়ে অপেক্ষা করেও প্রিয় দলের খেলা দেখতে পারেননি মাঠে আসা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দর্শকরা। ম্যাচের একটি বলও গড়ায়নি। এমনকি টসও হয়নি। দীর্ঘ অপেক্ষার পরেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।
ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় হতাশ হয়েছেন দর্শকরা। বেরসিক বৃষ্টি তাদের আকুতিতে কান দেয়নি। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকারও কিছু বেশি। ম্যাচ না দেখে বাড়ি ফেরা দর্শকদের হতাশার ভাগ নিবে আইসিসি। বিশ্বকাপের মূল আয়োজক ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ম্যাচ টিকেটের টাকা দর্শকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ যেসব দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকেট কিনেছিলেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে টিকেটের টাকা ফেরত পাবেন। নিজেদের আর্থিক মুনাফা ছেড়ে দিয়ে দর্শকদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছে আইসিসি।