আমার উচ্চতার তুলনায় শরীর খুবই মোটা। শাড়ি কীভাবে পরলে স্লিম দেখাবে যদি জানাতেন।
মুন্নি আক্তার
পাবনা
উত্তর : আপনার উচ্চতা কতটুকু সেটি কিন্তু জানাননি। যদি লম্বা হয়ে থাকেন তাহলে সব সময় চেষ্টা করবেন মোটা পাড়ের শাড়ি পরতে। আর একটু বেটে হলে চিকন পাড়ের শাড়ি সবসময় আঁচল ভাঁজ করে পরার চেষ্টা করবেন। তাহলে হয়ত কিছুটা হলেও শুকনা দেখাবে।
আমার গায়ের রং দিনদিন কালো হয়ে যাচ্ছে। যদি এর সমাধান জানাতেন উপকৃত হতাম।
সোনালি পাল
ঢাকা
উত্তর : আপনি কি ধরনের সমাধান চেয়েছেন সেটি কিন্তু জানাননি। কেন কালো হচ্ছেন বা আগে গায়ের রং কেমন ছিল সেটিও উল্লেখ করেননি। এভাবে সমাধান দেওয়াটা খুবই মুশকিল। তবুও আপনি সপ্তাহে একবার হারবাল এন্টি এইজিং ফেসিয়াল এবং ত্বকের ধরন বুঝে ডে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন বলে আশা করছি।
কোকড়া চুলের যতœ কীভাবে নেব। সিলকি করার কোনো ব্যবস্থা আছে কি? যদি জানাতেন উপকৃত হতাম।
পারভীন রহমান
সাভার
উত্তর : জন্মগত কোকড়া চুল কখনোই সোজা হবে না। তবে রিবন্ডিং করে অল্প কিছুদিনের জন্য সোজা রাখতে পারেন। নিয়মিত তেল, শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলের পরিচর্যা চালাতে হবে। মাথার ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হবে ভিন্ন কথা। এছাড়াও নিয়মিত চুল পরিষ্কার রাখুন। কোকড়া চুলের জন্য আলাদাভাবে কোনো পরিচর্যা আমার জানা নেই।
নখের সৌন্দর্য কীভাবে ধরে রাখব যদি জানাতেন?
শর্মিলী আক্তার
ঢাকা
উত্তর : প্যাডিকিওর ও ম্যানিকিওর করে নিয়মিত চর্চার মাধ্যমে নখের সৌন্দর্য ধরে রাখা সহজ। এছাড়া রান্নার সময় হাতে গ্লাবস পরে নিলে নখ সুন্দর থাকবে।