হাওর বার্তা ডেস্কঃ কার্ডিফে চলছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। এর আগে শনিবার দুপুরে আইসিসির পেজে একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভিডিওটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে করা।
ক্যারিয়ারে একাধিকবার ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরও জীবন বাজি রেখে ক্রিকেট খেলা যাওয়াকে মিরাকল বলে আখ্যা দিয়েছে আইসিসি। শুধু তাই নয়, মাশরাফিকে কিংবদন্তি, যোদ্ধা, লড়াকু হিসেবেও আখ্যা দিয়েছে আইসিসি। এমনকি এই ভিডিওতে ওঠে এসেছে মাশরাফির সংসদ সদস্য পরিচিতিও।
২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে মাশরাফি নিজের কণ্ঠেই জানিয়েছেন বারবার ইনজুরি থেকে ফিরে আসার গল্প। এ ছাড়াও খেলা নিয়ে তার গভীর আবেগ ফুটে উঠেছে এই ভিডিওতে।
মাশরাফিকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই কোচ স্টিভ রোডস ও কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে কোচিং ক্যারিয়ারে মাশরাফিকে কেমন দেখলেন, সেটা জানিয়েছেন তারা।
আইসিসি ক্রিকেটার মাশরাফিকে কিংবদন্তি, যোদ্ধা, লড়াকু হিসেবে তুলে ধরেছে। একইসঙ্গে উঠে এসেছে তার মাশরাফির সংসদ সদস্য পরিচিতিটিও। সর্বশেষ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে পাশ করে এসেছেন এই তারকা ক্রিকেটার।