ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব: মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯
  • ২২৩ বার

Bangladesh's captain Mashrafe Mortaza holds the winner's trophy after the one-day international Tri-Nation Series final between Bangladesh and West Indies at the Malahide cricket club, in Dublin on May 17, 2019. (Photo by Paul Faith / AFP) (Photo credit should read PAUL FAITH/AFP/Getty Images)

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে আগামীকাল (শনিবার) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামব।

আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারলে জয় পাওয়া কঠিন কিছু হবে না। মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমরা আমাদের খেলা ভালোভাবে খেলতে পারলে আশা করি ভালো একটি ম্যাচ হবে যেটা আমরা প্রথম ম্যাচে খেলতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আমরা ক্লোজ ম্যাচ হেরেছি। এতে অবশ্যই আমরা হতাশ। কাল টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলতে নামব। অনেকেই বলছে, এবার ইংল্যান্ডের ট্রফি জেতার সম্ভাবনা আছে। কিন্তু যেকোনো দলের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামি। এই ম্যাচেও সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে এসে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাথে জিতলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বিশ্বকাপে আমরা প্রথম তিনটি ম্যাচ এমন দলগুলোর সঙ্গে খেলছি যাদের এই কন্ডিশনের সাথে বেশি স্যুট করে। সবকিছু ঠিকঠাকভাবে করতে পারলে আশা করি এই ম্যাচটি আমরা জিততে পারব। আমরা নিজেদেরকে ছোট দল ভাবছি না।’

২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘কার্ডিফে ২০১৭ সালে আমরা যখন খেলেছিলাম সেই ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রেখেছিল। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এখানে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেললাম সেই ম্যাচেও কিন্তু স্পিনাররা ভালো করেছে। ইংল্যান্ডের এখন আসল কৌঁশল হচ্ছে তারা বড় রান করবে। ওরা যদি ওদের পরিকল্পনায় সফল হয় তাহলে আমরা ব্যর্থ হব। আর আমরা যদি ওদের পরিকল্পনাকে ভেস্তে দিতে পারি তাহলে আমরা সফল হব।’

তিনি বলেন, ‘এখানে আমরা দুইটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছি। এখানে ভালো স্মৃতি আছে আমাদের। কিন্তু ইংল্যান্ডও দুইটি পয়েন্টর জন্য অপেক্ষা করছে। কাল নতুন দিন। আমরা গত দুই ম্যাচে যেভাবে খেলেছি সেই পরিকল্পনা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব: মাশরাফি

আপডেট টাইম : ১২:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে আগামীকাল (শনিবার) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামব।

আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারলে জয় পাওয়া কঠিন কিছু হবে না। মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমরা আমাদের খেলা ভালোভাবে খেলতে পারলে আশা করি ভালো একটি ম্যাচ হবে যেটা আমরা প্রথম ম্যাচে খেলতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আমরা ক্লোজ ম্যাচ হেরেছি। এতে অবশ্যই আমরা হতাশ। কাল টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলতে নামব। অনেকেই বলছে, এবার ইংল্যান্ডের ট্রফি জেতার সম্ভাবনা আছে। কিন্তু যেকোনো দলের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামি। এই ম্যাচেও সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে এসে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাথে জিতলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বিশ্বকাপে আমরা প্রথম তিনটি ম্যাচ এমন দলগুলোর সঙ্গে খেলছি যাদের এই কন্ডিশনের সাথে বেশি স্যুট করে। সবকিছু ঠিকঠাকভাবে করতে পারলে আশা করি এই ম্যাচটি আমরা জিততে পারব। আমরা নিজেদেরকে ছোট দল ভাবছি না।’

২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘কার্ডিফে ২০১৭ সালে আমরা যখন খেলেছিলাম সেই ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রেখেছিল। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এখানে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেললাম সেই ম্যাচেও কিন্তু স্পিনাররা ভালো করেছে। ইংল্যান্ডের এখন আসল কৌঁশল হচ্ছে তারা বড় রান করবে। ওরা যদি ওদের পরিকল্পনায় সফল হয় তাহলে আমরা ব্যর্থ হব। আর আমরা যদি ওদের পরিকল্পনাকে ভেস্তে দিতে পারি তাহলে আমরা সফল হব।’

তিনি বলেন, ‘এখানে আমরা দুইটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছি। এখানে ভালো স্মৃতি আছে আমাদের। কিন্তু ইংল্যান্ডও দুইটি পয়েন্টর জন্য অপেক্ষা করছে। কাল নতুন দিন। আমরা গত দুই ম্যাচে যেভাবে খেলেছি সেই পরিকল্পনা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব।