হাওর বার্তা ডেস্কঃ মায়ের প্রিয় খাবার দুধ ভাত আর কলা। তাই প্রতিদিনই স্কুল থেকে ফিরে এভাবেই পরম যত্নে নিজ হাতে মা’কে দুধ ভাত আর কলা খাওয়ান ফরিদপুরের চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তৈয়বুর রহমান স্বপন।
খাওয়ানো ছাড়াও তিনি তার অশীতিপর মাকে নিয়মিত গোসল করান ও সময়মতো ওষুধ সেবন করান। ছবি-মাহবুব হোসেন পিয়াল
সূত্র: রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক মাতৃকন্ঠ