হাওর বার্তা ডেস্কঃ মা তার সন্তানকে শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাত দিয়ে হাঁটছেন। শিশুটির হাতে দশ টাকার একটি নোট। গায়ে শিকল বেঁধে থাকলেও ফুরফুরে মেজাজে হাঁটছে ওই শিশু। রোববার (২৮ এপ্রিল) সকালে আরাফাত সিদ্দিকী নামের এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন।
এরপরই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী।
এ বিষয়ে আরাফাত বলেন, ‘আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে। সে সময় শিশুটির হাতে দশ টাকার নোট দেখতে পাই।
এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন জানান আরাফাত। তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে। তিনি বলেন, শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল।
এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।