ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। বাঙালি রাজনীতিবিদ হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে সব শ্রেণির মানুষের কাছে তিনি বাংলার বাঘ (শেরেবাংলা) এবং হক সাহেব নামে পরিচিত হন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র, সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মহান এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে বিশেষ কর্মসূচি।

কর্মসূচির মধ্যে রয়েছে-তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং আলোচনা সভা। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৭টা ৩০ মিনিটে তার মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে। এ ছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ইত্যাদি সংগঠন মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রহণ করেছে বিস্তারিত কর্মসূচি।

প্রসঙ্গত, শেরেবাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর অগণিত খেটে-খাওয়া মানুষকে জমিদারদের করাল গ্রাস থেকে মুক্তি দেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন তিনি। এর ফলে বাঙালি জাতির শিক্ষা গ্রহণের পথ সুগম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। বাঙালি রাজনীতিবিদ হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে সব শ্রেণির মানুষের কাছে তিনি বাংলার বাঘ (শেরেবাংলা) এবং হক সাহেব নামে পরিচিত হন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র, সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মহান এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে বিশেষ কর্মসূচি।

কর্মসূচির মধ্যে রয়েছে-তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং আলোচনা সভা। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৭টা ৩০ মিনিটে তার মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে। এ ছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ইত্যাদি সংগঠন মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রহণ করেছে বিস্তারিত কর্মসূচি।

প্রসঙ্গত, শেরেবাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর অগণিত খেটে-খাওয়া মানুষকে জমিদারদের করাল গ্রাস থেকে মুক্তি দেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন তিনি। এর ফলে বাঙালি জাতির শিক্ষা গ্রহণের পথ সুগম হয়।