ব্লাটার-প্লাতিনির বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্বাচন পিছিয়ে যেতে পারে ধারণা করছিলেন অনেকে। তবে ফিফা জানালো, আগামী ফেব্রুয়ারিতেই হবে সভাপতি নির্বাচন। ২৬শে ফ্রেবুয়ারি ফিফা কংগ্রেস শেষে হবে এর ভোটাভুটি। সংস্থার দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমনে ১২ সদস্যের কমিটি ফিফায় কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। নতুন সুপারিশে একজন ১২ বছরের বেশি ফিফা সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না। এতে সভাপতির সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেয়া হয়েছে ৭৪ বছর। সম্প্রতি দুর্নীতির অভিযোগে সভাপতি সেপ ব্লাটার ও সহসভাপতি মিশেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে ফিফার এথিকস কমিটি। সুইস এটর্নি জেনারেলের তদন্তাধীন এ অভিযোগে বলা হয়েছে সেপ ব্লাটার ২০১১ সালে অনৈতিকভাবে প্লাতিনিকে ২০ লাখ ডলার প্রদান করেছেন। আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন মিশেল প্লাতিনিও। তবে ফিফা জানিয়েছে, নিষেধাজ্ঞাকালে তার প্রার্থিতা গৃহীত হচ্ছে না। এবারের ফিফা নির্বাচনে লড়ছেন মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ ফুটবল সংগঠক জর্ডানের প্রিন্স আলী ইবনে হুসেইন ও বাহরাইনের শেখ সালমান বিন ইবরাহিম আল খলিফা। নির্বাচনে লড়াই করার কথা রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ফুটবল গ্রেট জিকো ও ম্যারাডোনার। এতে প্রার্থী হচ্ছেন সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলা, ত্রিনিদাদের ডেভিড নাখিদ ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগাও।
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারিতেই ফিফা নির্বাচন
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
- ৩৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ