হাওর বার্তা ডেস্কঃ হাজি বকুল হোসেন মণ্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ইসলামপুর আটারদাগ গ্রামের হাজি গোলাম হোসেন মণ্ডলের ছেলে। জন্মসূত্রে পাওয়া তাঁত শিল্পের ওপর জীবিকা নির্বাহ করেন তিনি। তবে তার চিন্তাভাবনায় দেখা দিয়েছে অন্যরকম। তা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসার প্রকাশ ঘটাতে প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার জন্য নিজ হাতে তৈরি করেছেন নৌকা।
হাজি বকুল বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আর ভালোবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর সেই ভালোবাসা থেকে আমি তাকে উপহার দেওয়ার জন্য আরএফএলের পাইপ দিয়ে নিজ হাতে তৈরি করেছি নৌকাটি। স্থানীয় আওয়ামী লীগ নেতা, ইসমাইল হোসেন জানান, হাজি বকুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। সে দলের যে কোনো প্রতিকূল অবস্থায় আমাদের সঙ্গে কাজ ও সহযোগিতা করে।