হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের মানুষগুলো একতাবদ্ধ থাকলে কোনো অপশক্তি তাদের পরাজিত করতে পারে না। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন আওয়ামী পরিবারের মিলনোৎসবে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম বলেই দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ভেদাভেদ ভুলে মিলে-মিশে দল ও দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদের সভাপতিত্বে মিলনোৎসবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. স্বপন পাল, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম প্রমুখ।