সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ শুরু হবে। শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারিতে চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হবে। এ লক্ষ্যে ওই দেশগুলোর সঙ্গে সংযুক্ত সড়কগুলো চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। প্রথমে জয়দেবপুর-টাঙ্গাইল পরে পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামের সড়ক চার লেনে উন্নীত করা হবে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত এডিবি ব্যাংক এক হাজার সাতশো বায়ান্ন কিলোমিটার সড়কে দুই লেনের রাস্তার সমীক্ষা কাজ শেষ করেছে।
ওবায়দুল কাদের বলেন, ১৪ নভেম্বর চার দেশে ‘কার র্যালি’ অনুষ্ঠিত হবে। ভারতের ভুবনেশ্বর থেকে র্যালি শুরু হয়ে প্রথমে নেপাল পরে ভুটান হয়ে বাংলাদেশে আসবে। পরে বাংলাদেশ থেকে কলকাতা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিনিউস্ট পার্টির (সিপিবি) গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সংবাদ শিরোনাম
জানুয়ারিতে চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
- ২৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ