রিয়াল মাদ্রিদে দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে বিশ্বের বড় বড় ফুটবলারদের বিরুদ্ধে খেলেছেন তাদের মধ্যে সেরা ফুটবলার বেছে নিয়েছেন ইকের ক্যাসিয়াস। জিনেদিন জিদানের মতো বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকেও খুব কাছ থেকে দেখেছেন তিনি। তবে চারবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকেই নিজের দেখা সবচেয়ে কঠিন স্ট্রাইকার মনে করছেন ক্যাসিয়াস। দিন কয়েক আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক জেতে নিয়েছেন ক্যাসিয়াস। সাবেক রিয়েল মাদ্রিদ এই তারকাকে কাছে জানতে চাওয়া হয় কে সেই ফুটবলার তা প্রশ্ন রাখা হয়েছিল সাবেক রিয়েল মাদ্রিদ তারকাকে৷ এই প্রশ্নে ক্যাসিয়ারের অপকট স্বীকারোক্তি, লিওনেল মেসিই সবচেয়ে কঠিন ফুটবলার যাদের বিরুদ্ধে তিনি খেলেছেনে৷ ক্যাসিয়াস বলেছেন, মেসি, সবসময়ই মেসি। আমি তাঁর বিপক্ষে অনেকবার খেলেছি। আমার চোখে ও সবচেয়ে কঠিন প্রতিপক্ষ৷ ওকে আটকাতে সব সময় বেগ পেতে হয়েছে৷আমার মতে মেসিই সবচেয়ে সেরা ফুটবলার৷ একইসঙ্গে ২০১০ বিশ্বকাপ ফাইনালে রবেনের প্রচেষ্টা ফিরিয়ে দেওয়াকে ক্যারিয়ারের সেরা সেভের একটি বলে জানান ক্যাসিয়াস।
সংবাদ শিরোনাম
লিওনেল মেসি সবচেয়ে কঠিন ফুটবলার
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
- ৩৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ