হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে ভোট দিতে যেতে পারছেন না। মন চাইলেও শারীরিক কারণে যেতে পারছেন না। শনিবার (২৯ ডিসেম্বর) সকালে দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান এ তথ্য জানান।
আজম খান বলেন, এরশাদ রংপুর শহরের সেনপাড়া সেনপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেয়ার কথা ছিল। এরশাদ রংপুরের ভোটার। বিগত দিনে তিনি ওই কেন্দ্রে ভোট দিয়েছেন।
এরশাদের শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে আজম খান বলেন, বর্তমানে স্যারের শরীরে অবস্থা খারাপ। যেকোন সময় তাকে হাসপাতালে নেয়া হতে পারে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে আসলেই দুর্বল হয়ে পড়েন। তখন তাকে রক্ত দিতে হয়।
এরশাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন জানতে চাইলে এই প্রেসিডিয়াম সদস্য বলেন, স্যার তো সবসময় এক ধরনের নজরদারীর মধ্যে থাকেন এটা আবার নতুন কি?
জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক রাজ্জাক খান জানান, আমি গতকাল বিকালে সিওর হয়েছি স্যার যেতে পারছে না। তিনি বলেছেন (এরশাদ) ‘আমার রংপুরে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারবো বলে মনে হয় না’।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।
বিএনপি মনোনীত প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এই আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।