হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের মতো ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনেও নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিসিবি সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ আর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত করছেন সভা-সমাবেশ। ফলে শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় এখন বইছে নির্বাচনী আমেজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীসহ ভোটের উৎসবে মেতে উঠেছে সবাই। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থানে ও দুপুরে উপজেলার শ্রীনগরে পাড়া-মহল্লায় গণসংযোগ শেষে বিকেলে স্থানীয় হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দেন।
শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল বাসারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় শ্রীনগরসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।