নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ আন্তঃউপজেলা কাবাডিতে ধামইরহাট উপজেলা দল চ্যাম্পিয়ান হয়েছে। দেশের হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত এবং জনপ্রিয় করার লক্ষ্যে সাত দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত খেলায় নওগাঁ সদর দলকে হারিয়ে প্রথমবারেরমতো শিরোপা জিতে ধামইরহাট দল। ৪৭-৩২ পয়েন্ট ব্যবধানে নওগাঁ সদর উপজেলাকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে ধামইরহাট উপজেলা দল। মোজাম্মেল হক ম্যান অফ দ্যা ম্যাচ এবং মেহেদী হাসান ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন। চূড়ান্ত খেলা শুরু আগে নওগাঁ জেলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে শেষ হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।
খেলা শেষে সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।