হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৭শ’ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ সার ও বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
রবি ২০১৮-১৯ মৌসুমে ভূট্রা, সরিষা, বোরো, বিটি বেগুন ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীম্মকালীন মুগ প্রণোদনা কর্মসূচি ভূক্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুমা আক্তার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম, সাবেক শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর ছাত্রলীগ সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। এ সময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।