ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আইডিইবি নির্বাচনে কমিশনের রহস্যজনক নিরবতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে বাধা দেয়ার অভিযোগের দুই দিন পার হয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো রহস্যজনক নিরবতায় প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন।

বুধবার (১৭ আগস্ট) মনোনয়নপত্র জমার শেষ দিনে কয়েকজন প্রার্থীকে আটকে রেখে মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি। এদিন বিকেল ৫টায় সভাপতি প্রার্থী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আবদুর রব ভূঁইয়া, অপর সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিকসহ ১০-১২ জন মনোনয়নপত্র জমা দিতে গেলে গেটেই তাঁদের বাধা দেয়া হয়। এদের মধ্যে ফজলুল হক মল্লিক, অপর প্রার্থী মিজানুর রহমানসহ কয়েকজনকে দোতলায় সংগঠনের ঢাকা বিভাগের কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলে তাঁদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মহাসচিব কাজী নজরুল ইসলাম সেদিনই নির্বাচন কমিশনে অভিযোগ করেন। তবে এখনও পর্যন্ত কমিশন থেকে কোন পদক্ষেপ না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা।

এদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার সৈয়দ মুরাদ রেজার সঙ্গে যোগাযোগ করা হলে কোন উত্তর দেননি তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ‘কথা শোনা যাচ্ছে না’ বলে লাইন কেটে দেন। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ, আগামী ৫ নভেম্বর আইডিইবি নির্বাচন। নির্বাচন সামনে রেখে গত ১১ অক্টোবর ২০১৯-২০২১ টার্মের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইডিইবি নির্বাচনে কমিশনের রহস্যজনক নিরবতা

আপডেট টাইম : ০৫:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে বাধা দেয়ার অভিযোগের দুই দিন পার হয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো রহস্যজনক নিরবতায় প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন।

বুধবার (১৭ আগস্ট) মনোনয়নপত্র জমার শেষ দিনে কয়েকজন প্রার্থীকে আটকে রেখে মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি। এদিন বিকেল ৫টায় সভাপতি প্রার্থী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আবদুর রব ভূঁইয়া, অপর সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিকসহ ১০-১২ জন মনোনয়নপত্র জমা দিতে গেলে গেটেই তাঁদের বাধা দেয়া হয়। এদের মধ্যে ফজলুল হক মল্লিক, অপর প্রার্থী মিজানুর রহমানসহ কয়েকজনকে দোতলায় সংগঠনের ঢাকা বিভাগের কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলে তাঁদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মহাসচিব কাজী নজরুল ইসলাম সেদিনই নির্বাচন কমিশনে অভিযোগ করেন। তবে এখনও পর্যন্ত কমিশন থেকে কোন পদক্ষেপ না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা।

এদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার সৈয়দ মুরাদ রেজার সঙ্গে যোগাযোগ করা হলে কোন উত্তর দেননি তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ‘কথা শোনা যাচ্ছে না’ বলে লাইন কেটে দেন। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ, আগামী ৫ নভেম্বর আইডিইবি নির্বাচন। নির্বাচন সামনে রেখে গত ১১ অক্টোবর ২০১৯-২০২১ টার্মের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত ছিল।