ভারতের মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যু্গ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ও বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিপন বলেন, সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ও বিদেশে চিকিৎসা দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যেহেতু তার কাছে কোনো পাসপোর্ট নেই, সেহেতু অবশ্যই সরকারকে মানবিক হতে হবে। আমরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করি।
অপর প্রশ্নের জবাবে রিপন বলেন, এখনো সালাহ উদ্দিন আহমেদের পাসপোর্টের আবেদন করা হয়নি। তাই এই মুহূর্তে আমরা বলতে পারছি না, সরকার সহযোগিতা করছে কিনা।