হাওর বার্তা ডেস্কঃ এক মাসেই দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। এই বছর শেষ করবে তারা নভেম্বরের এই দুটি ম্যাচ খেলে। বুধবার মেক্সিকান ফুটবল ফেডারেশনের মুখপাত্র বিয়াত্রিজ রামোস জানান, দুটি ম্যাচই হবে আর্জেন্টিনায়। কোন শহরে খেলা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।
এই সপ্তাহের শুরুতে শোনা গেছে, বোকা জুনিয়র্সের বোম্বানেরায় খেলা হবে একটি ম্যাচ। অন্যটি হতে পারে বুয়েন্স আয়ার্সে। কিন্তু কর্মকর্তারা জানান, এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।
রামোস বলেছেন, ‘নভেম্বরে ফিফার ম্যাচ খেলার জন্য আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত হয়েছি। ১৭ ও ২০ নভেম্বরের এই ম্যাচের ভেন্যু শিগগিরই জানানো হবে।’
প্রাথমিকভাবে নভেম্বরে মেক্সিকোর খেলার কথা ছিল ইউরোপিয়ান কোনও প্রতিপক্ষের সঙ্গে। কিন্তু তারা প্রতিপক্ষ খুঁজে পায়নি। কারণ প্রায় সব ইউরোপিয়ান দল ওই সময় খেলবে উয়েফা নেশন্স লিগ।