হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচন পেছালেও বিপিএল পেছাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, নির্ধারিত সময়েই তা শুরু হবে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনার কারণে পিছিয়ে বিপিএলের সূচি নির্ধারণ করা হয় আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
কিন্তু এখনও সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। গুঞ্জন তা অনুষ্ঠিত হতে পারে ওই সময়ে। ফলে পুনঃনির্ধারিত সময়েও দেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এবার সে শঙ্কা কেটে গেল বিসিবি সভাপতির কথায়।
এবারের বিপিএল মাঠে গড়াবে ৫ জানুয়ারি। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর।
যদি বিপিএলের মধ্যে নির্বাচন পড়ে যায়, তবে? জবাবে পাপন বলেন, এমনটি হলে শুধু নির্বাচনের দিন খেলা বন্ধ থাকবে। বিপিএল পেছাবে না। এ নিয়ে সন্দেহ-সংশয় অমূলক।