ভারতকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৭৩ রান

হাওর বার্তা ডেস্কঃ যুব এশিয়া কাপের সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে যুবা টাইগাররা। ভারতের যুবাদের ১৭২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠতে বাংলাদেশের টার্গেট ১৭৩ রান।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলিং তোপে ৭৭ রানের ৫ উইকেট হারিয়েছে ভারত। ওপেনার দেবদূত পাড়িকালকে আকবর আলীর ক্যাচে বিদায় করেন শরিফুল ইসলাম।

এরপর ইয়াশাভি জইশওয়াল ও অনুজ রাওয়াত ৬৬ রানের জুটি ভাঙেন তৌহিদ হৃদয়। তার শিকার হয়ে মাঠ ছাড়েন অনুজ। দ্রুত আরো ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ৫ উইকেট হারানোর পর আইয়ুস বাদনির সাথে ৫৯ রানের জুটি গড়েন সমীর চৌধুরী।

এরপর বাদনিকে বিদায় করে এই জুটি ভাঙেন মিনহাজুর রহমান। ক্তিগত ৩৬ রানের মাথায় শরিফুলের শিকার হয়ে মাঠ ছাড়েন সমীরও। এরপর ৪৯.৩ ওভারে ১৭২ রান পর্যন্ত তুলেছে ভারত।

বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন ও তৌহিদ হৃদয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর