হাওর বার্তা ডেস্কঃ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এই প্রতিপাদ্য’কে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন এম.পি। উদ্বোধক ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোকশেদুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, হাইওয়ে পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান,মসূয়া ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী, কটিয়াদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,বিজয় টিভি প্রতিনিধি মো.এখলাছ উদ্দিন প্রমুখ।