ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা নববর্ষে যৌন হয়রানির ঘটনায় আটজনকে সনাক্ত করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। রোববার পুলিশ সদর দফতরে আইজিপি একেএম শহীদুল হক এই ঘোষণা দেন। আইজিপি বলেন, আসামি ধরিয়ে দিলে প্রতিজনের বিপরীতে এক লাখ টাকা করে দেয়া হবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে আমাদের পুলিশ সদস্যরা সতর্ক থাকবে। ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে হামলার বিষয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তারাও তো পুলিশের গাড়িতে ইট মেরেছে। যা বিভিন্ন মিডিয়ায় এসেছে।
সাংবাদিক সম্মেলনে আইজিপি জানান, আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্সবিহীন মোটর সাইকেলের লাইসেন্স নেয়া না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগামী ৩জুন থেকে এ উপলক্ষে দেশব্যাপী অভিযান পরিচালিত হবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে আমাদের পুলিশ সদস্যরা সতর্ক থাকবে। ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে হামলার বিষয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তারাও তো পুলিশের গাড়িতে ইট মেরেছে। যা বিভিন্ন মিডিয়ায় এসেছে।
সাংবাদিক সম্মেলনে আইজিপি জানান, আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্সবিহীন মোটর সাইকেলের লাইসেন্স নেয়া না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগামী ৩জুন থেকে এ উপলক্ষে দেশব্যাপী অভিযান পরিচালিত হবে।