হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে কাকলি খেলাঘর আসরের পক্ষ থেকে ১৩২ জন অসচ্ছল ক্ষুদে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে ঈদ উপহার দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) ভৈরবে কাকলি খেলাঘর আসরের পক্ষ এসব ঈদ উপহার বিতরণ করা হয়। গত ২০০৫ সাল থেকেই এইধরনের শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয় কাকলি খেলাঘর আসর।
এ সময় অসচ্ছল অতিথিদের স্বাগত জানিয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন-ফরিদপুর জেলা জজ মো.হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবু তাহের, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. শরীফ আহমেদ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক ও সাংবাদিক সত্যজিৎ দাসসহ খেলাঘরের বর্তমান ও প্রাক্তন কর্মী ও সদস্যরা।
ঈদ বস্ত্রের পাশাপাশি ভৈরব চেম্বার্স অব কমার্সের পরিচালক জিল্লুর রহমানের সৌজন্যে শিশুদের হাতে জুস তুলে দেয়া হয়!