ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোজার মাসে বাড়বে যেসব পণ্যের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের রোজার তুলনায় এবারের রোজার কিছু পণ্যের দাম কম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মসুর ডাল, রসুনের দাম। এর বাইরে ছোলা, বুট, বেসন, চিনি, গরুর মাংস, চিকন ও মাঝারি চালের দামও গত রোজার তুলনায় এবার বেশ খানিকটাই কম।

বাজারদর তদারকিতে বাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী এক মাস আগের তুলনায় আগে পেঁয়াজ ২০ থেকে ৩০ শতাংশ, আলু ২২ শতাংশ, রশুন ১২ থেকে ১৫ শতাংশ, আদা ১৫ চিনি চার শতাংশ, আর রুই মাছ ও ব্রয়লার মুরগির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

পণ্যের দাম বাড়লে ক্রেতারা বরাবরই নাখোশ হন। রাজধানীর শেখেরটেকের বাসিন্দা সাত্তার বলেন, ‘রমজান মাস, ইবাদতের মাস। কিছু কিছু মানুষ, এই মাসটাকে নিয়ে ব্যবসা করে। এটা ঠিক না। মানবিক গুণ সবার থাকা উচিত। দাম বাড়ে না, এমন কোনো জিনিস নাই।’

চিনির দাম কেন হঠাৎ বেড়েছে, এটা নিয়েই ক্রেতাদের জেরার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন একজন বিক্রেতা। মুদি ব্যবসায়ী জসিম বলেন, ‘চিনি বস্তায় ৩০০ টাকার মত বাড়ছে। আমরা তো আড়তে কিছু কইতে পারি না। এইখানে এক কেজি বেচতে গেলে এক হাজারটা কথা শোনা লাগে।’

‘দাম বাড়ে এটা কাস্টমাররা জানে না? এই যে আপনারা আহেন, পত্র-পত্রিকায় লেহেন। এডি কাস্টমাররা পড়ে না?’

নিত্যপণ্যের মধ্যে এই পণ্যগুলো ছাড়া চাল থেকে শুরু করে বেশিরভাগ পণ্যের দামই গত এক মাসে হয় কমেছে নয় একই রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোজার মাসে বাড়বে যেসব পণ্যের দাম

আপডেট টাইম : ০৪:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের রোজার তুলনায় এবারের রোজার কিছু পণ্যের দাম কম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মসুর ডাল, রসুনের দাম। এর বাইরে ছোলা, বুট, বেসন, চিনি, গরুর মাংস, চিকন ও মাঝারি চালের দামও গত রোজার তুলনায় এবার বেশ খানিকটাই কম।

বাজারদর তদারকিতে বাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী এক মাস আগের তুলনায় আগে পেঁয়াজ ২০ থেকে ৩০ শতাংশ, আলু ২২ শতাংশ, রশুন ১২ থেকে ১৫ শতাংশ, আদা ১৫ চিনি চার শতাংশ, আর রুই মাছ ও ব্রয়লার মুরগির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

পণ্যের দাম বাড়লে ক্রেতারা বরাবরই নাখোশ হন। রাজধানীর শেখেরটেকের বাসিন্দা সাত্তার বলেন, ‘রমজান মাস, ইবাদতের মাস। কিছু কিছু মানুষ, এই মাসটাকে নিয়ে ব্যবসা করে। এটা ঠিক না। মানবিক গুণ সবার থাকা উচিত। দাম বাড়ে না, এমন কোনো জিনিস নাই।’

চিনির দাম কেন হঠাৎ বেড়েছে, এটা নিয়েই ক্রেতাদের জেরার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন একজন বিক্রেতা। মুদি ব্যবসায়ী জসিম বলেন, ‘চিনি বস্তায় ৩০০ টাকার মত বাড়ছে। আমরা তো আড়তে কিছু কইতে পারি না। এইখানে এক কেজি বেচতে গেলে এক হাজারটা কথা শোনা লাগে।’

‘দাম বাড়ে এটা কাস্টমাররা জানে না? এই যে আপনারা আহেন, পত্র-পত্রিকায় লেহেন। এডি কাস্টমাররা পড়ে না?’

নিত্যপণ্যের মধ্যে এই পণ্যগুলো ছাড়া চাল থেকে শুরু করে বেশিরভাগ পণ্যের দামই গত এক মাসে হয় কমেছে নয় একই রয়েছে।