হাওর বার্তা ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে বাংলাদেশের নাম লেখানোর ইতিহাস উদযাপন করবে সরকার। একযোগে দেশের ৬৪ জেলায় এই জয়োৎসব উদযাপন করা হবে। রাজধানীর হাতিরঝিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে মহাকাশে দেশের প্রথম স্যাটেলাইট পাঠানো উদযাপন অনুষ্ঠান।
জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে রাত আটটা পর্যন্ত রাজধানীর হাতিরঝিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজি, আলোকসজ্জা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। তিনি বলেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো দেশের জন্য অনন্য গর্বের বিষয়।
একই সঙ্গে, বিশ্বে ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে বিশ্বে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বিষয়ে নির্দেশনা আসার পরপরই সারাদেশে এ জয়োৎসব উদযাপনের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।
রাজধানীর দুটি অনুষ্ঠানের যে কোনো একটিতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে পারেন।
গত শুক্রবার (১১ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। তা কক্ষপথে গিয়ে সিগনালও পাঠিয়েছে। এবার তারই সফলতার উদযাপন করবে সরকার।