হাওর বার্তা ডেস্কঃ আগামী জুনে কানাডার কুইবেক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় জুন কানাডায় যাবেন।
অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগদানের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলেন্ড ঢাকায় সদ্য সমাপ্ত ৪৫তম ওআইসি সম্মেলনে যোগদানকালে এই আমন্ত্রণের কথা জানান।
দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, এজন্য শেখ হাসিনার কানাডা সফরের পূর্ব প্রস্তুতি চলছে।