মেয়েদের রাতে বাড়ির বাইরে বের হওয়া ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এমন মন্তব্য করে আবারো বিতর্কিত হয়েছেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা।
পশ্চিমবঙ্গের নদীয়া থেকে প্রথমবারের মতো নির্বাচিত ওই লোকসভা সদস্যের সঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বিতর্কিত হন তিনি।
একবার মহেশ শর্মা বলেছিলেন, ‘আরএসএস কি ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু করেছে? তাহলে কেন বারবার আরএসএসের সমালোচনা হচ্ছে? আরএসএসের সঙ্গে জাতীয় নীতি নিয়ে আলোচনায় দোষ কোথায়?’
গত ২৮ আগস্ট সদ্যপ্রয়াত কালামের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নয়াদিল্লির দিল্লির আওরঙ্গজেব রোডের নাম বদলে এপিজে আবদুল কালাম রোড রাখার প্রস্তাবে সম্মতি দেন।একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে শর্মা বলেন, ”আমরা এমন একজনের নামে আওরঙ্গজেব রোডের নামকরণ করতে যাচ্ছি যিনি মুসলিম হওয়া ‘সত্ত্বেও’ মহান দেশপ্রেমিক।”
মহেশ বলেন, ‘মেয়েদের রাতে বাড়ির বাইরে বেরোনো অন্য দেশে চলতে পারে, কিন্তু ভারতে নয়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী, সমবয়সী ভাই-বোন আলাদা ঘরে ঘুমোয়। এই সংস্কৃতিই চলছে, একে শ্রদ্ধা করতে হবে।’
মন্ত্রী মহেশ শর্মা বলেন, ‘পাশ্চাত্য বিষয়ে আমার কোনো বিরোধিতা নেই; তবে তাদের সংস্কৃতি অন্ধভাবে অনুসরণ করা যাবে না। পশ্চিমের ভালো জিনিস গ্রহণে আপত্তি নেই। আমি পাশ্চাত্যের সংস্কৃতির সমালোচনা করছি না। কিন্তু তাদের অন্ধভাবে অনুসরণ করতে আমি নারাজ।’
মন্ত্রী বলেন, ‘ইউরোপ ভারতের মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। অথচ আমরা অন্ধভাবে তাদেরকেই অনুসরণ করছি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া