হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে দীর্ঘদিন পর জলমহালের বেদখলকৃত ১০.২৮ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম মজুমদার অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন।
ইউএনও জানান, উপজেলা সদরের এক নম্বর খাস খতিয়ানের ২৫৪৮ নম্বর দাগের পুরাতন ব্রহ্মপুত্র নদের ১০.২৮ একর জলমহালের সরকারি জমি বেদখল হয়। পরে আদালতে মামলা-মোকাদ্দমার নানা জটিলতার কারণে জমি উদ্ধার করা যায়নি। পরে সরকার পক্ষে এ জমি ডিক্রি জারি হয়। অভিযান চালিয়ে জলমহালের এ জমি উদ্ধার করা হয়।