হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। আর এ জঙ্গিবাদ দমনে র্যাব ও আইন-শৃঙ্খলা-বাহিনীর সহযোগিতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিরা রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ। কোনও মতেই কোনও ধরনের জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না। সেজন্য গোয়েন্দা সংস্থা, র্যাব, সশস্ত্রবাহিনী ও বিজিবি সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ দমনে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এসময় তিনি জঙ্গিবাদ দমনে র্যাবের বিভিন্ন অভিযান ও কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী অারও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনও ধরণের সন্ত্রাসবাদের স্থান নেই। যারা সন্ত্রাসী, যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের কোনও ধর্ম নেই, তাদের কোনও দেশ নেই, তাদের কোনও জাতি নেই। তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু, জাতির শত্রু।