নেপালে বিমান দুর্ঘটনা শেহরিন পা ভেঙে গেছে আজ ঘরে ফিরবেন

নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদের অবস্থা ভালো হওয়ায় তাকে আজ ছাড়পত্র দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে তিনি আজ বাড়ি ফিরবেন।

এ বিষয়ে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শেহরিনের শরীরের দগ্ধ স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে লাগানো চামড়াও শুকিয়ে গেছে। এখন তিনি সুস্থ রয়েছেন। তবে চলে যাওয়ার পর আমরা তার খোঁজ খবর রাখবো।

বিমান দুর্ঘটনায় শেহরিনের পা ভেঙে গেছে এবং শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর