হাওর বার্তা ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সমিতি ভবনে স্বানাপ এর সৌজন্যে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার কাজী আবুল এহসান অপু, জেলা পাবলিক লাইব্রেরীর সাবেক সম্পাদক এড. নাসির উদ্দিন ফারুকী, বিআরডিবির সাবেক পরিচালক আলহাজ্ব এড. মোঃ নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান খান মনির, শহর সমবায় সমিতির সহ সভাপতি শফিউল আলম শফিক।
সমবায় সমিতির সভাপতি রফিউল আলম চৌধুরী মিলাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খসরুজ্জামান তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী এম এ কাইয়ুম, কিশোরগঞ্জ এসভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, ছড়াকার সামিউল হক মোল্লা, আলাউদ্দিন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এসময় সমিতির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।