চলচ্চিত্র দিবসে সরকারের কাছে একটি অনুরোধ এটিএম শামসুজ্জামানের

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র দিবসে আজ মঙ্গলবার সরকারের কাছে একটি অনুরোধ জানিয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। ভালোমানের ছবি নির্মাণে উৎসাহ দিতে প্রতি বছর অনুদান দেয় সরকার। তবে সেটি প্রয়োজনের তুলনায় বেশ কম বলে অভিযোগ রয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

অনুদানের অর্থ বাড়াতেই আজ সরকারের প্রতি এটিএম শামসুজ্জামান অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ভালো ছবি বানানোর জন্য সরকার যে টাকা দেয়, ওই টাকায় কোনোদিন ভালো ছবি হয় না, বরং লুডু খেলা যায়। এ অর্থে ভালো মানের চলচ্চিত্র নির্মাণও হচ্ছে না। এ অর্থকে আমার কাছে চলচ্চিত্রের ফিতরা মনে হয়।

এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে এটিএম শামসুজ্জামান আরও বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি, ৪-৫ কোটি টাকা যাই বরাদ্দ থাকুক সেটা যেন দুজন নির্মাতার মধ্যে দেয়া যায়, যারা ভালো ছবি বানাতে পারেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর