কিশোরগঞ্জে কর্মসূচির মাধ্যমে বিশ্ব পানি দিবস পালন করেছে

হাওর বার্তা ডেস্কঃ ‘পানির জন্য প্রকৃতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পানি দিবস পালন করেছে। দিবসটির মূল কার্যক্রমের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও প্রচার অভিযান।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া প্রমুখসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শহরের বিশিষ্টজন অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে পানির অপচয় ও পানি দূষণ রোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর