বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক ট্যুরিজম অর্গানাইজেশন – ইউএনডব্লিউটিও’র কমিশন ফর সাউথ এশিয়া (সিএসএ)- এর ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছে। এছাড়া কলম্বিয়ায় অনুষ্ঠিত ইউএনডব্লিউটিও’র চলতি ২১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রথমবারের মত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ১৫ সেপ্টেম্বর প্লেনারি সেশন ও জেনারেল ডিভেট সেশন এ সভাপতিত্ব করবেন।
গত ১১ সেপ্টেম্বর ইউএনডব্লিউটিও’র চলতি ২১তম সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কলম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধিদলে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী রয়েছেন।
সম্মেলন শেষে ২৩ সেপ্টেম্বর মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।