প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র পরিচালনা করি। আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। এই মর্যাদা যেন বিশ্ব আসনে প্রতিষ্ঠিত করতে পারি।”
শনিবার সকালে গণভবনে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ এখন বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেন, “আমরা বাংলাদেশিকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন প্রতিটি শিশু শিক্ষায়-দীক্ষায় উন্নত হতে পারে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে পারে। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, এটা এখন বাস্তব। বাংলাদেশ এখন বিশ্বসভায় সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।”